Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে “অপারেশন সিন্দূর”- (India-Pakistan Conflict) এর সময়কার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবার প্রকাশ্যে আনলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ। দীর্ঘদিন ধরে এই অপারেশন নিয়ে চলা গোপনীয়তার আবরণ সরিয়ে তিনি জানালেন, পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমানকে মাঝ আকাশেই নামিয়ে ফেলেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের কয়েকটি বায়ুসেনা ঘাঁটি থেকেও যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে তাঁর দাবি।
বায়ুসেনা প্রধানের বক্তব্য…(India-Pakistan Conflict)
বায়ুসেনা প্রধানের বক্তব্য অনুযায়ী, ধ্বংস হওয়া এই যুদ্ধবিমানের (India-Pakistan Conflict) তালিকায় রয়েছে আমেরিকান প্রযুক্তিতে তৈরি F-16 এবং চিনা প্রযুক্তির J-17 যুদ্ধবিমান। এর পাশাপাশি, পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ AEW&C বিমানকেও আঘাত করা হয়েছে, যা আকাশে নজরদারি ও কম্যান্ড কন্ট্রোল ব্যবস্থায় ব্যবহৃত হয়।
পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস (India-Pakistan Conflict)
এই প্রথমবার সরকারিভাবে নিশ্চিতভাবে জানানো হল, যে “অপারেশন সিন্দূর”-(India-Pakistan Conflict) এর সময় পাকিস্তানের কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়। পূর্বে একাধিক সূত্রে অনুমান করা হয়েছিল, ছয়টি বিমান গুঁড়িয়ে দেওয়া হতে পারে-যার মধ্যে ছিল পাঁচটি যুদ্ধবিমান এবং একটি AEW&C বিমান। তবে এবার বায়ুসেনা প্রধান তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন।
পাকিস্তানের মাটিতেও ভারতের প্রতিশোধ
তিনি আরও বলেন, শুধু আকাশেই নয়, পাকিস্তানের মাটিতেও ভারতের প্রতিশোধ ছিল ভয়ঙ্কর। জাকোবাবাদ এবং ভোলারি বায়ুসেনা ঘাঁটি ছিল ভারতীয় সেনার বিশেষ টার্গেটে। এই ঘাঁটিগুলিতে দাঁড়িয়ে থাকা যুদ্ধবিমান, রানওয়ে, হ্যাঙ্গার, রাডার সিস্টেম ও কম্যান্ড সেন্টার নিখুঁত হামলায় ধ্বংস করে দেওয়া হয়।
সংঘর্ষের মূল প্রেক্ষাপট
বায়ুসেনার সুনির্দিষ্ট অভিযানে পাকিস্তানের সামরিক পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এত নিখুঁত এবং পরিকল্পিত আক্রমণ পাকিস্তান আগে কখনও প্রত্যক্ষ করেনি। এই সংঘর্ষের মূল প্রেক্ষাপট ছিল গত ২২ এপ্রিল, যখন কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হাতে একাধিক নিরীহ পর্যটক প্রাণ হারান। এই নির্মম ঘটনার পর ভারত প্রতিশোধ নিতে জঙ্গিঘাঁটি নিশানা করে সীমান্ত পার করে অভিযান চালায়। এর জবাবে পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা করে, তবে ভারতীয় সেনার জবাবে তারা পরাস্ত হয়।
আরও পড়ুন: Weather Update: একাদশীতে প্রবল বৃষ্টির সম্ভাবনা, আরও কি বাড়বে বৃষ্টি?
পরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হলেও পাকিস্তান একাধিকবার দাবি করেছিল যে তারা ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে। এমনকি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাকিস্তানের বক্তব্যের পক্ষে মন্তব্য করেছিলেন। কিন্তু এতদিন ভারত এ নিয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও, এবার ভারতীয় বায়ুসেনা প্রধান এপি সিংহ স্পষ্ট ভাষায় জানালেন প্রকৃত চিত্র-এবং তাতেই স্পষ্ট, এই সংঘর্ষে ভারতই কৌশলগতভাবে এগিয়ে।


