Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জিতেও করতে হয়েছে অসম্ভব লড়াই। ২ ঘণ্টা ৩১ মিনিটের লড়াইয়ে হারালেন আমেরিকার খেলোয়াড় জাচারি ভাজেদাকে (Novak Djokovic)।
US Open 2025 (Novak Djokovic)
তিন বছর পর অলিম্পিক্স খেলতে চান নোভাক জোকোভিচ, কিন্তু তাকে তার সেরা ফর্মে পাওয়া গেল না। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ প্রতিপক্ষকে হারাতে লড়াই করতে হলো ২ ঘণ্টা ৩১ মিনিট। ম্যাচের মাঝামাঝি সময় খানিকটা চাপে পড়তে দেখা যায় সার্বিয়ান তারকাকে। ম্যাচের সময় যত এগিয়েছে, ‘জোকারের’ খেলা যেন ধারালো হয়েছে (Novak Djokovic)।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ। স্কোর লাইনে দেখে খেলা একতরফা মনে হলেও বাস্তব চিত্র তার থেকে আলাদা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। প্রথম সেট হারতেও হয়েছে তাকে। শেষ অবধি নোভাক জিতলেন ৬–৭ (৫–৭), ৬–৩, ৬–৩, ৬–১ ব্যবধানে। তার নিখুঁত টেনিস জয় এনে দেয় (Novak Djokovic)।

প্রথম সেট হারার পর তৃতীয় সেটেও এক সময় ১–৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা। কার্যত জমে উঠেছে ইউএস ওপেন। জকোভিচকে যেমন জিততে অনেকটা লড়াই করতে হয়েছে। তেমনই হারতে হারতে বেঁচে গিয়েছেন কোকো গফ। দু’বছর আগে ইউএস ওপেন জিতেছিলেন কোকো গফ, তাকেও যথেষ্ট বেগ পেতে দেখা যায়। অস্ট্রেলিয়ার আজলা টমলানোভিচকে ৬–৪, ৬–৭, ৭–৫ গেমে হারিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন পর কোর্টে ফিরলেও হেরে যান ভেনাস উইলিয়ামস।
আরও পড়ুন : Neeraj Chopra: আশা জাগালেও শিরোপা অধরা, রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলো
ক্রীড়প্রেমীদের চর্চা নোভাক জকোভিচকে নিয়ে। রজার ফেডেরার, রাফায়েল নাদালরা টেনিস কোর্টকে বিদায় জানালেও এখনও লড়াই চালাচ্ছেন জকোভিচ। এখনও যে তার অনেকটা খেলা বাকি আছে সেটাই আরও একবার প্রমাণ করলেন সার্বিয়ান তারকা। এই ম্যাচ জিতে ফেডেরারের রেকর্ড ভাঙলেন ‘জোকার’। ৭৫ বার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন জকোভিচ। আগে এই রেকর্ড ছিল ফেডেরারের দখলে। ৭৪ বার তৃতীয় রাউন্ডে পৌঁছে ছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙলেন জকোভিচ (Novak Djokovic)।


