Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে রাহু (Saturn Rahu Bad Effect)। আর আগামী ২৯ মার্চ শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ অনুসারে দুই অশুভ গ্রহ শনি ও রাহুর যুতিতে অত্যন্ত ক্ষতিকর পিশাচ যোগ গঠিত হয়। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে ধ্বংসাত্মক যোগ বলা হয়েছে। শনি জাতককে তার কাজের জন্য শাস্তি দেয় আর রাহু জাতকের মনে সংশয় বাড়ায়, তাকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ২৯ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে পিশাচ যোগ। এই পিশাচ যোগের প্রভাবে কোন রাশির ক্ষতির পরিমাণ বেশি হবে চলুন জেনে নেওয়া যাক।
কন্যা রাশি (Saturn Rahu Bad Effect)
সপ্তম ঘরে পিশাচ যোগ গঠিত হওয়ায় নানা সমস্যায় ভুগতে হবে কন্যা রাশির জাতকদের (Saturn Rahu Bad Effect)। এই সময় স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন, নানা অসুখে ভুগতে পারেন। পার্টনারের সঙ্গে মতের অমিল বড় সমস্যা তৈরি করতে পারে। ধৈর্য্য ধরে সমস্যা সমাধানের চেষ্টা করুন। খাওয়া-দাওয়ার দিকে নজর রাখুন। ব্যবসায় প্রতারণার শিকার হতে পারেন।

সিংহ রাশি (Saturn Rahu Bad Effect)
সিংহ রাশির অষ্টম ঘরে গঠিত হবে পিশাচ যোগ (Saturn Rahu Bad Effect)। এই সময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। চাকরি এবং ব্যবসায় শত্রুরা নিজেদের শক্তি বাড়িয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। মামার বাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি হবে। কোনও বড় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও বিষয়ে চট করে প্রতিক্রিয়া জানাবেন না। খারাপ অভ্যেসগুলো নিয়ন্ত্রণে রাখুন।

আরও পড়ুন : Shani Sare Sati: মেষ রাশিতে শুরু হবে শনির সাড়ে সাতি, জানুন কীভাবে পাবেন মুক্তি
বৃষ রাশি
বৃষ রাশির তৃতীয় ঘরে গঠিত হবে পিশাচ যোগ। এই পরিস্থিতিতে আপনি বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন। এই সময় কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ছোট ভাই-বোনের কারণেও সমস্যায় পড়তে পারেন। পারিবারিক দায়িত্বের অতিরিক্ত বোঝা আপনার ওপর এসে পড়বে। স্বাস্থ্য নিয়েও সচেতন থাকা জরুরি বৃষ রাশির জাতকদের।

ধনু রাশি
ধনু রাশির দশম ঘরে যুতি গঠন করবে শনি ও রাহু। এই সময় সব কাজই আপনাকে সতর্ক ভাবে করতে হবে। পেশাগত জীবনেও সাবধান থাকুন, না হলে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে তিক্ততা আসতে পারে। শত্রুরা আড়ালে থেকে ক্ষতির চেষ্টা করতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাহুর প্রভাবে মানসিক সংশয়ে ভুগতে পারেন।



