Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেতৃত্বে সফল হলেও তার ব্যাটে চলছে রানের খরা। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে সূর্যকুমারের খারাপ ফর্ম চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে (Suryakumar Yadav)।
সূর্যকুমারের খারাপ ফর্ম অব্যাহত (Suryakumar Yadav)
এশিয়া কাপে ভারতীয় দল দুর্দান্ত ফর্মে থাকলেও দলের অধিনায়ককে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। তিনি দলকে ভাল নেতৃত্ব দিচ্ছেন সফল ভাবে। টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকেই দারুন পারফর্ম করেছেন তিনি। তবে এশিয়া কাপে তাকে সেই পারফর্ম করতে দেখা যাচ্ছে না (Suryakumar Yadav)।

এশিয়া কাপের প্রতিটা ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন অভিষেক শর্মা। প্রতি ম্যাচেই তিনি ব্যাট হাতে জ্বলে উঠেছেন। ভারতের হয়ে জেতার ভীত গড়ে দিয়েছেন তিনি। বল হাতে দলকে ভরসা দিয়েছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা। কিন্তু ব্যাট হাতে সেই চেনা ছন্দে পাওয়া যায় নি সূর্যকুমার যাদবকে। গত বছর জুলাই মাসে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় তার হাতে। এরপর থেকে মাত্র একটা অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। তারপর থেকে তার ব্যাটিংয়ে ক্রমাগত খরা চলছে। এবার সেই খরা কাটানোর জন্য সূর্যকুমার যাদবকে টিপস দিলেন সুনীল গাভাসকর।
আরও পড়ুন: Special Initiative of Eastern Railway: শিয়ালদহ গন্তব্যে মিলবে পুজোর বিশেষ লোকাল পরিষেবা?
কী টিপস দিলেন সুনীল গাভাসকর?
সূর্যকে শুরু থেকে চালিয়ে না খেলার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর। ভারতের এই প্রাক্তন তারকা ব্যাটসম্যান বলেন ‘কোনও সন্দেহ নেই সূর্য একজন দারুন ক্রিকেটার। আমার মনে হয় প্রথমে ৩-৪টি বল দেখে নেওয়া উচিত পরিস্তিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। উইকেটে কেমন টার্ন, কেমন পেস, সেটা আগে বুঝে নিতে হবে। মাঠে নেমে খেলার মধ্যে আর ডাগ-আউটে বসে দেখার মধ্যে পার্থক্য আছে (Suryakumar Yadav)।’


