Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সম্পর্কে কুণাল কামরার মন্তব্যকে সমর্থন করেছেন (Uddhav Backs Kunal Kamra)। খারের হ্যাবিট্যাট কমেডি ক্লাব ভাঙচুরের বিরুদ্ধে তার অবস্থানকে সমর্থন করেছেন।
“গদ্দারকে গদ্দার বলাই সঠিক” (Uddhav Backs Kunal Kamra)
শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে সোমবার স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুনাল কামরার পাশে দাঁড়ালেন (Uddhav Backs Kunal Kamra)। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলা নিয়ে বিতর্ক তৈরি হলেও ঠাকরে জানান, এতে কিছু ভুল নেই। উদ্ধব বলেন, “গদ্দারকে গদ্দার বলা আক্রমণ নয়। আমি মনে করি না যে কুনাল কামরা কিছু ভুল বলেছেন।”
সাংবাদিকদের গান শোনানোর অনুরোধ (Uddhav Backs Kunal Kamra)
সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে উদ্ধব ঠাকরে সাংবাদিকদের অনুরোধ করেন কুনাল কামরার গানটি শোনানোর জন্য (Uddhav Backs Kunal Kamra)। সেই গানে একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলা হয়েছে। উদ্ধব বলেন, “কুনাল কামরা ভুল কিছু বলেননি। ‘গদ্দার’কে ‘গদ্দার’ বলাই সঠিক। পুরো গানটি শুনুন এবং অন্যদেরও শোনান।”
আরও পড়ুন: Delhi Women Driving Cab: অ্যাপ ক্যাব আসতেই চালকের আসনে যাত্রী, চাইলেন অর্ধেক ভাড়া!
স্টুডিওতে হামলার ঘটনায় ‘গদ্দার সেনা’কে দায়ী করলেন উদ্ধব
সম্প্রতি মুম্বাইয়ের খারে ‘হ্যাবিট্যাট কমেডি ক্লাব’-এ হামলা চালানো হয়। অনেকে মনে করেছিলেন এটি শিবসেনার কাজ। তবে উদ্ধব ঠাকরে দাবি করেন, এই হামলা শিবসেনা করেনি, করেছে ‘গদ্দার সেনা’। তিনি বলেন, “শিবসেনার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা গদ্দারি করেছে, তারাই এই হামলা চালিয়েছে।”
শিন্ডে বনাম উদ্ধব, শিবসেনায় দ্বন্দ্ব
একনাথ শিন্ডে ২০২২ সালের মহারাষ্ট্র নির্বাচনের সময় শিবসেনা ভেঙে নিজের আলাদা দল তৈরি করেন। এই ঘটনা নিয়ে উদ্ধব গোষ্ঠী এবং শিন্ডে গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক সংঘাত শুরু হয়। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) মনে করে, শিন্ডে আসল শিবসেনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই কারণেই তাদের ‘গদ্দার সেনা’ বলে সম্বোধন করা হচ্ছে।
আরও পড়ুন: Patna Incident: রোগীর সাজে চেম্বারেই চিকিৎসককে খুন, অধরা দুষ্কৃতীরা
কুনাল কামরার পাশে প্রিয়াঙ্কা চতুর্বেদী
শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী কুনাল কামরার সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “প্রিয় কুনাল, শক্ত থাকো…”
তিনি আরও লেখেন, “ভলতেয়ারের একটি কথা আছে— ‘আমি তোমার মতামতের সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের অধিকারের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত।’”


