Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus)।
আবারও বাদ অর্শদীপ (Ind vs Aus)
বৃষ্টির জন্য ক্যানবেরায় প্রথম ম্য়াচ বাতিল হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। এর আগে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারত চাইবে এই সিরিজ জিতে তার বদলা নিতে। বিশেষ করে আগামী বছর যেখানে দেশের মাটিতে টি-টােয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তার আগে এই সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে সূর্যকুমার যাদবের দল। তবে এই ম্যাচের শুরুও ভাল হলো না ভারতের (Ind vs Aus)।
ক্যানবেরায় যে একাদশ নিয়ে নেমেছিল ভারত, সেই দোল নিয়েই এই ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। অর্থাৎ আরও একবার অর্শদীপ সিংহকে রিজার্ভ বেঞ্চেই থাকতে হলো, জায়গা হলো না প্রথম একাদশে। দেশের জার্সিতে কুড়ির ফর্ম্য়াটে সবচেয়ে বেশি উইকেটে নিয়েও একাদশে সুযোগ মিলছে না তারকা পেসারের। এই তারকা পেসার যতবারই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন তারপরেও তার প্রতি এই ব্যবহার অনেকেই মেনে নিতে পারছেন না। প্রথম টি-টোয়েন্টিতে অর্শদীপকে না খেলানোর জন্য টিম ম্য়ানেজমেন্ট থেকে কোচ গৌতম গম্ভীর প্রত্যেককেই সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুন: World Cup Sem-Final: বিশ্বকাপের সেমিফাইনাল যখন টানটান থ্রিলার
ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, টিম ডেভিড, ম্যাথিউস শর্ট, মিচেল ওয়েন, মার্কোস স্টোইনিস, জ্যাভিয়ের বার্টলেট, নাথান এলিস, ম্যাথু কুহেনম্যান, জশ হ্যাজেলউড (Ind vs Aus)


