Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত একমাসে চারবার ভারতের কাছে হারতে হলো পাকিস্তানকে। বড় ব্যবধানে ম্যাচ জিতে নিলো ভারত (Ind vs Pak)।
ভারত ৪, পাকিস্তান ০ (Ind vs Pak)
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বিগত একমাসের মধ্যে মোট ৪ বার মুখোমুখি হয়েছে। কখনও সূর্যকুমারের নেতৃত্বে আবার কখনও হরমনপ্রীত কৌরের নেতৃত্বে। তবে ফলাফল থেকেছে একই। চারবারই পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এশিয়া কাপের পর এবার মেয়েদের বিশ্বকাপেও পাকিস্তানের উপর ভারতের একইরকম দাপট দেখা গেলো। মেয়েদের ODI বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানের বড় ব্যবধানে হারাল হরমনপ্রীতরা (Ind vs Pak)।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। পাকিস্তান সেই লক্ষ্যমাত্রার ধরে কাছেও পৌঁছতে পারলো না। মাত্র ১৫৯ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। যার ফলে ৮৮ রানে জিতে যায় ভারত। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন সিদ্রা আমিন। নাতালিয়া পারভেজ করেন দ্বিতীয় সর্বোচ্চ রান পাক দলের হয়ে। তার ব্যাটে আসে ৩৩ রান। এক অঙ্কের রান করেন দলের আটজন ব্যাটসম্যান।
ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন ভারতের হয়ে। স্নেহ রানা নেন দুটি উইকেট। ম্যাচের সেরা হন ক্রান্তি গৌড়। তিনি ১০ ওভারে মাত্র ২০ রান দেন যার মধ্যে রয়েছে তিন ওভার মেডেন। সাদাফ শামাস, আলিয়া রিয়াজ ও নাতালিয়া পারভেজকে তুলে নেন তিনি। ম্যাচে কোনসময়ই মনে হয়নি পাকিস্তান ভারতকে চাপে ফেলছে বরং পুরো ম্যাচেই দেখা যায় দীপ্তি শর্মাদের দাপট। মাঝে পাকিস্তানের উইকেট না পড়লেও একের পর এক ডট বল চাপ বাড়াতে থাকে পাকিস্তান দলের উপর।
টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় পাকিস্তান। প্রথম দিকে সামলে নেন স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল। এরপর স্মৃতি মন্ধানা ২৩ রানে আউট হয়ে গেলে মাঠে নামেন হার্লিন দেওল। বৃষ্টির কারণে পিচ স্লো থাকায় রান ওঠে মন্থর গতিতে। তবে এই দিন ভারতকে দুর্দান্ত টিম গেম খেলতে দেখা যায়। যার জেরে সহজেই জয় নিজেদের নাম করে নিতে বেগ পেতে হয়নি ভারতকে।

আরও পড়ুন: Stock Market: ভাগ্যের চাকা ঘোরাতে পারে এই পাঁচ স্টক, এমনটাই মত বিশেষজ্ঞরা
অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ৩৪ বল খেলে ১৯ রান। ৬৫ বলে ৪৬ রান করেন হার্লিন দেওল। শেষের দিকে রানের গতি বাড়াতে ঝোড়ো ইনিংস খেলতে দেখা যায় বাংলার রিচা ঘোষকে। তিনি করেন ২০ বলে ৩৫ রান। তার স্ট্রাইক রেট ছিল ১০০ উপরে। জেমাইমা রড্রিগেস, দীপ্তিু শর্মা ও স্নেহ রানা করেন যথাক্রমে ৩২, ২৫ ও ২০ রান।
মেয়েদের বিশ্বকাপে দুই ম্যাচ জিতে ভারত এখন পয়েন্ট তালিকার শীর্ষে। দুটো ম্যাচের মধ্যে দুটোতেই জয়লাভ করেছে ভারত। আগামী ৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল (Ind vs Pak)।


