Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট নিয়ে চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে (Mohammad Shami)।
সামিকে নিয়ে মুখ খুললেন BCCI কর্তা (Mohammad Shami)
রঞ্জিতে বল করে ফেলেছেন ৯০ ওভারের বেশি। প্রথম দুই ম্যাচে বল হাতে দাপটের সাথে জয়ও এসেছে সামির হাত হাত ধরেই। তবুও জাতীয় দলের জার্সি গায়ে মহম্মদ সামিকে দেখার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কয়েকদিন আগেই সামি জাতীয় দলে ডাক না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন নির্বাচকদের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। তার পাল্টা জবাব দিয়েছিলেন অজিত আগারকারও। তবে এবার সামনে এল নতুন তথ্য। নির্বাচক কমিটির পক্ষ থেকে নাকি অনেকবার মেসেজ করা হয়েছিল তাকে। ভারতীয় ‘A’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে খেলার কথাও বলা হয়। কিন্তু তাতে সায় দেননি সামি, এমনটাই প্রকাশ রিপোর্টে (Mohammad Shami)।
সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা। তিনি জানিয়েছেন, নির্বাচকরা তার তাঁর সঙ্গে যোগাযোগ করেননি, সামির এই দাবি যে ঠিক নয়। ওই কর্তা বলেন, ‘জাতীয় নির্বাচক ও BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্স থেকে সাপোর্ট স্টাফরা অনেকবার ফোন করেছিলেন সামিকে। ইংল্যান্ড সফরে তিনটি টেস্টের বেশি খেলতে পারতেন না জশপ্রীত বুমরা। তাই সামির সার্ভিস পাওয়ার জন্য মুখিয়ে ছিল ভারতীয় দল (Mohammad Shami)। বিদেশের মাটিতে ওঁর মতো প্রতিভা ও অভিজ্ঞতাসম্পন্ন একজন বোলারকে দলে রাখতে কে না চায়?’

আরও পড়ুন: Mamata Banerjee: ডি লিট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জাপান থেকে আসছে প্রতিনিধি দল
নির্বাচনী প্যানেলের একজন সিনিয়র সদস্য সামির থেকে অনেকবার জানতে চেয়েছিলেন তাঁর ফিটনেস নিয়ে। তাছাড়াও ক্যান্টারবেরি বা নর্দাম্পটনে ভারতীয় ‘A’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলার জন্যও অনুরোধ করা হয়েছিল মহম্মদ সামিকে। টেস্ট খেলার মত ফিটনেস অথবা পাঁচ ম্যাচের ইংল্যান্ডের সিরিজের জন্য সামি কতটা প্রস্তুত, সেটাই দেখে নেওয়া ছিল লক্ষ্য। কিন্তু সামি নাকি জানিয়েছিলেন ওই ওয়ার্কলোড নেওয়ার জন্য তৈরি নন, তাই তাঁকে পরিকল্পনায় না রাখতে।
আদৌ আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সামি তৈরি কিনা, সেই রিপোর্টও টিমের কাছে আছে বলে জানিয়েছেন বোর্ড কর্তা। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে চর্চা বাড়ছে সামিকে নিয়ে। এখন দেখার এর জবাবে সামি কী বলেন (Mohammad Shami)।


