Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার রাজনীতিতে ইতিহাস (Zohran Mamdani) সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ নেতা জোহরান মামদানি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে চমক দেখিয়ে ট্রাম্প শিবিরের প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। এই জয়ে একাধিক রেকর্ড গড়েছেন জোহরান-তিনি শুধু নিউ ইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান মেয়রই নন, বরং শহরটির প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়রও হতে চলেছেন।
জোহরান মামদানির সাফল্য (Zohran Mamdani)
জোহরান মামদানির এই সাফল্য যেন নতুন প্রজন্মের রাজনীতিতে এক নতুন দিশা (Zohran Mamdani) দেখাচ্ছে। তাঁর জন্ম ১৯৯১ সালের ১৮ অক্টোবর, উগান্ডার কাম্পালায়। তাঁর মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা উগান্ডার খ্যাতনামা অধ্যাপক মাহমুদ মামদানি। ছোটবেলা থেকেই জোহরান ছিলেন এক আন্তর্জাতিক পরিবেশে বেড়ে ওঠা সন্তান। জীবনের প্রথম বছরগুলো কেটেছে আফ্রিকার বিভিন্ন দেশে, এরপর পড়াশোনার টানে চলে আসেন আমেরিকায়।
ছাত্রজীবন (Zohran Mamdani)
নিউ ইয়র্কের বিখ্যাত Bank Street School for Children এবং Bronx High School of Science-এ (Zohran Mamdani) পড়াশোনা শেষে ২০১৪ সালে Bowdoin College থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক হন জোহরান। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন সমাজমনস্ক ও রাজনৈতিকভাবে সচেতন। কলেজে পড়ার সময়ই তিনি Students for Justice in Palestine নামে সংগঠন গড়ে তুলেছিলেন, যেখানে মানবাধিকার ও সামাজিক সমতার প্রশ্নে সরব হয়েছিলেন তিনি।
ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট
রাজনীতিতে প্রবেশের পর থেকেই জোহরান ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিতি পান। তাঁর রাজনৈতিক প্রচার বরাবরই সাধারণ মানুষের সমস্যা, বাসস্থান, শিক্ষার সুযোগ ও সামাজিক ন্যায়বিচার ঘিরে আবর্তিত। নির্বাচনী প্রচারে তিনি নিউ ইয়র্ক শহরকে আরও সাশ্রয়ী ও বসবাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি প্রস্তাব করেছিলেন শহরে ২ লক্ষ নতুন পাবলিক হাউসিং ইউনিট তৈরি, ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা, সার্বজনীন শিশুসেবা, বিনামূল্যে শিক্ষার সুযোগ ও ফ্রি বাস পরিষেবা চালু করার। এমনকি ২০৩০ সালের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ ডলার করার পরিকল্পনাও তুলে ধরেছিলেন তিনি। তাঁর মতে, “একটি শহর তখনই মহান হয়, যখন তার প্রতিটি নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে।”

মায়ের প্রভাব
তাঁর এই সামাজিক দৃষ্টিভঙ্গির পিছনে বড় ভূমিকা আছে পরিবারের। মা মীরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক-যিনি Salaam Bombay! (১৯৮৮), Mississippi Masala (১৯৯১) ও Monsoon Wedding (২০০১)-এর মতো সিনেমার মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষের গল্প তুলে ধরেছেন। প্রথম চলচ্চিত্রেই তিনি কান ফিল্ম ফেস্টিভালে Camera d’Or পুরস্কার পান, এমনকি অস্কার-এও মনোনীত হন।
আরও পড়ুন: Philippines Typhoon: ঝড়ে তাণ্ডবে তছনছ ফিলিপিন্স, ৬৬ জনের মৃত্যু!
অন্যদিকে, বাবা মাহমুদ মামদানি আফ্রিকার অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং আফ্রিকার নানা দেশে অধ্যাপনা করেছেন।


