Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকে হারিয়ে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড অভিমন্যুর ঝুলিতে (Abhimanyu Mishra)।
গুকেশকে হারিয়ে ইতিহাস অভিমন্যুর (Abhimanyu Mishra)
সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গুকেশের ঝুলিতে রয়েছে। মাত্র ১৮ বছরে এই শিরোপার অধিকারী হয়েছেন ডি গুকেশ ওরফে গুকেশ ডোম্মারাজু। এক কথায় তিনি হয়ে উঠেছিলেন সকলের অনুপ্রেরণা।এবার তাকেই হার মানতে হলো ১৬ বছর বয়সী অভিমন্যুর কাছে। গুকেশেকে হারিয়ে নতুন রেকর্ড গড়লেন অভিমন্যু মিশ্র। তিনি সবচেয়ে কমবয়সী যিনি বিশ্বচ্যাম্পিয়ন থাকাকালীন বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন (Abhimanyu Mishra)।
সমরকন্দে গ্র্যান্ড সুইস দাবায় এই কৃতিত্ব অর্জন করলেন অভিমন্যু মিশ্র। পঞ্চম রাউন্ডে অভিমন্যু মিশ্রর কাছে হেরে গেলেন ডি গুকেশ। ভারতীয় নাম হলেও অভিমন্যু আমেরিকার নাগরিক। বিশ্বচাম্পিয়ন হওয়ার পর বড় ধাক্কা খেল ডি গুকেশ। অভিমন্যুই সর্বকনিষ্ঠ দাবাড়ু যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারালো। অভিমন্যু বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। ডি গুকেশ গতবছর সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন।

আরও পড়ুন: WWE: বিদায়বেলায় রোনাল্ডোর ছবি শেয়ার করে কী ইঙ্গিত দিলেন WWE কিংবদন্তী?
গুকেশ আক্রমণাত্মক মেজাজে দেখা গেলেও ৬১ চালে ম্যাচ জিতে নেয় অভিমন্যু। বিশ্বচ্যাম্পিয়নের চত্রুব্যূহ ভেদ করে জয় ছিনিয়ে নিয়েছে অভিমন্যু মিশ্র। বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকে হারিয়েও খুশি হলেন না অভিমন্যু, তার মতে তিনি আগের ম্যাচের মতো ভাল খেলেন নি। অভিমন্যুর আরও বলেন তিনি নির্ভুল ভাবে ম্যাচ জিততে পারেন নি তবে তার সঙ্গে তিনি ও বলেন ‘টুর্নামেন্ট যে এত ভাল কাটবে তা আশা করি নি। যদি এই ফর্মটা ধরে রাখতে পারি আমি, তাহলে হয়তো এই টুর্নামেন্ট জিততে পারব।’ অভিমন্যু বলেন ‘এর আগে আমি প্রজ্ঞানন্দের বিরুদ্ধে অনেকগুলো ভুল করেছি। কিন্তু গুকেশ বা প্রজ্ঞানন্দের মতো প্লেয়ারদের বিরুদ্ধে নামতে আমি কখন ভয় পাইনি। আমার মতে, আমি ওদের সমানে-সমানে টক্কর দিতে পারি (Abhimanyu Mishra)।’
শুধু ডি গুকেশ নন অন্যদিকে রমেশবাবু প্রজ্ঞানন্দকেও হার মানতে হয়েছে। ভারতীয় দাবাড়ু হেরে গিয়েছেন জার্মানির ম্যাথিয়াস ব্লুবাউমের কাছে।


