Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সব কিছু ঠিকঠাক চললে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের দায়িত্ব পেতে পারে ইডেন গার্ডেন্স (Eden Gardens)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় আপডেট (Eden Gardens)
সামনের বছর শুরুতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই আলোচনা চলছে, কোন কেন্দ্র কোন ম্যাচ পাবে? বিশ্বকাপের সবচেয়ে হাইপ্রোফাইল ম্যাচ ভারত বনাম পাকিস্তান। কিন্তু সেটা কোনওভাবেই ভারতে হচ্ছে না। ভারত-পাক ক্রিকেটীয় যুদ্ধ হবে নিরপেক্ষ কেন্দ্রে (Eden Gardens)।
তবে বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য হয়ত অপেক্ষা করে রয়েছে বড় সুখবর। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-২০ বিশ্বকাপে ইডেন গার্ডেন্স (Eden Gardens in Kolkata) যে ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে, সেই ইঙ্গিত ছিল আগে থেকেই। এবার সামনে এল আরও বড় খবর। সব কিছু ঠিকঠাক চললে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের দায়িত্ব পেতে পারে ইডেন গার্ডেন্স। একটি সেমিফাইনাল হতে পারে ক্রিকেটের নন্দনকাননে। অপর সেমিফাইনাল খুব সম্ভবত হতে চলেছে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
পরের টি-২০ বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। শোনা যাচ্ছে, মোট আটটি মাঠকে বিশ্বকাপ আয়োজনের কেন্দ্র হিসাবে চিহ্নিত করে ফেলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (Eden Gardens)।
ভারতের মোট পাঁচটি শহরে পড়তে পারে টি-২০ বিশ্বকাপের ম্যাচ। কলকাতা ও আমদাবাদ ছাড়াও ম্যাচ পড়তে পারে মুম্বই, নয়াদিল্লি ও চেন্নাইয়ে। শ্রীলঙ্কার তিনটি মাঠে হতে পারে খেলা। কলম্বোর দুটি স্টেডিয়াম ও ক্যান্ডিতে। তবে ফাইনাল কোথায় হবে, এখনও চূড়ান্ত নয়। পাকিস্তান ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে খুব সম্ভবত কলম্বোয়। তবে অন্য কোনও দুই দেশ ফাইনালে খেললে সেটি হওয়ার সম্ভাবনা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই।

সেমিফাইনালের ক্ষেত্রেও গল্পে রয়েছে সামান্য টুইস্ট। যদি শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান সেমিফাইালে ওঠে, সেক্ষেত্রে ম্যাচটি হবে কলম্বোয়। তা নাহলে দুটি সেমিফাইনালই হবে ভারতে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোন চার দল সেমিফাইনালে উঠছে সেটা নিশ্চিত হওয়ার পর।

আরও পড়ুন: Thailand: ট্রাম্প-সচেষ্ট থাইল্যান্ড-কাম্বোডিয়া শান্তিচুক্তি স্থগিত, ল্যান্ডমাইন বিস্ফোরণে উত্তেজনা
পরের বছর, ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ ফাইনাল। ফাইনালের কেন্দ্রও কার্যত ঠিক। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ট্রফি জয়ের চূড়ান্ত লড়াই। সূত্রের খবর পরের সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করে দেবে আইসিসি। টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে।
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ যে ফরম্যাটে হয়েছিল, সেই ফরম্যাটে হবে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ। যেখানে ২০টি দেশকে চার গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দল থাকবে। গ্রুপে প্রত্যেক দলই অন্য দলের বিরুদ্ধে একবার করে খেলবে। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটি করে মোট আটটি দল উঠবে সুপার এইটে। সেখানেও আট দলকে রাখা হবে দুটি গ্রুপে। চারটি করে দল থাকবে দুটি গ্রুপে। সেখান থেকে সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। সেই ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে ফাইনালে (Eden Gardens)।


