Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে জোরকদমে চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন— অর্থাৎ SIR-এর কাজ। এর মধ্যেই নির্বাচন কমিশনের(Election Commission) তরফে বড় পদক্ষেপ। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই ফের রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। উদ্দেশ্য একটাই— SIR-এর গতিপ্রকৃতি খতিয়ে দেখা এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করা।
কমিশন সূত্র খবর, ভোটার তালিকায় কোনও ধরনের অনিয়ম, ভুল বা ডুপ্লিকেশন যাতে না থাকে, সে বিষয়েই এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইসি। সেই কারণেই প্রতিনিধি দলের আগামী সফরের কেন্দ্রবিন্দু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মূলত এখানকার বেশ কিছু কেন্দ্রে বাড়তি নজরদারি প্রয়োজন বলে মনে করছে কমিশন।
প্রথম খসড়া তালিকার সঙ্গে এবার আরও একটি তালিকা(Election Commission)
SIR প্রক্রিয়া শুরু হওয়ার আট দিন পরেই বিশেষ নিরীক্ষা সংক্রান্ত নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন(Election Commission)। ওই নির্দেশে অনেক বড় পরিবর্তনের আভাস মিলেছে।বিহারের SIR চলাকালীন এই অতিরিক্ত তালিকা ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশাবলীর পর এবার প্রথমবার বাংলায় প্রকাশ হতে চলেছে এই বিশেষ তালিকা। ২০২৫ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের প্রত্যেককে সুযোগ দেওয়া হবে— তাঁরা প্রয়োজনীয় ফর্ম জমা দিয়ে নিজেদের তথ্য সংশোধন বা হালনাগাদ করতে পারবেন। যারা ফর্ম জমা দেবেন, তাঁদের নাম থাকবে প্রথম খসড়া ভোটার তালিকায়। যারা দেবেন না, তাঁদের নাম ‘সম্ভাব্য বাদ’ তালিকায় চলে যেতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়— ভোটার তালিকায় যদি কারও নাম বাদ দেওয়া হয়, সেই বাদ দেওয়ার ‘কারণ’ও এবার প্রকাশ্যে জানাবে কমিশন। অর্থাৎ স্বচ্ছতার মাত্রা আগের তুলনায় আরও বাড়ানো হচ্ছে।
জীবিতদের সঙ্গে মৃত ভোটারের নামও থাকবে তালিকায়(Election Commission)
এবারের নির্দেশে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। যে মৃত ভোটারদের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কথা হয় না, তাঁদের নামও এক বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ জীবিত এবং মৃত— উভয় বিভাগের ভোটারদের বিষয়েই স্পষ্ট উল্লেখ থাকবে, যাতে পরবর্তী সময়ে কোনও বিভ্রান্তি না তৈরি হয়। কমিশন জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে বিশেষ নিরীক্ষা শুরু হচ্ছে। ওইদিন থেকেই ভোটার তালিকার পরিবর্তন, সংযোজন বা বিয়োজন— সবকিছু আরও পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন: Mukul Roy : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ কলকাতা হাইকোর্টের
দক্ষিণবঙ্গে বাড়তি কড়া নজর কেন?(Election Commission)
কমিশন মনে করছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভোটার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি, ডুপ্লিকেট এন্ট্রি, ঠিকানা বিভ্রাট, মৃত ভোটারের নাম তালিকায় থাকা এই সব অভিযোগ আরও বেশি এসেছে। তাই প্রতিনিধিদের সফরের গুরুত্বপূর্ণ অংশ হবে মাঠে নেমে বাস্তব পরিস্থিতি যাচাই করা।
আরও পড়ুন: Vidyasagar Setu: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, চলবে কেবল মেরামতির কাজ


