Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করলেও এবারও সামিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ দেয় জাতীয় নির্বাচকরা। সেই নিয়ে অনেকেই ক্ষুদ্ধ নির্বাচকদের উপর (Mohammad Shami)।
আগরকরকে তুলোধনা কোচের (Mohammad Shami)
যত দিন যাচ্ছে জাতীয় দলে মহম্মদ সামির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জাগছে। তাঁকে কি আর আদৌ দেখা যাবে? এই প্রশ্নটাই এখন ঘুরছে ক্রিকেট অন্দরমহলে। চোটের কারণে বাদ পড়ার পর থেকে আর তাঁকে ডাকেননি নির্বাচকরা। এমন কি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও কোনও অজ্ঞাত কারণে সুযোগ দেওয়া হয়নি তাঁকে। রঞ্জি ট্রফির পরপর দুই ম্যাচে যথাক্রমে সাত ও আট উইকেট নেওয়ার পরেও চুপ নির্বাচকরা। দুই ম্যাচেই বিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ ভেঙে বাংলার হয়ে জয়ে ছিনিয়ে আনেন তিনি। রঞ্জি ট্রফির ম্যাচের পর তাঁর সঙ্গে নির্বাচক কমিটির সদস্য আরপি সিং আলোচনা করলেও সুযোগ মেলেনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে। এটা নিয়ে এ বার নির্বাচক অজিত আগরকর সহ নির্বাচক কমিটির সকলকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সামির ব্যক্তিগত কোচ মহম্মদ বদরুদ্দিন (Mohammad Shami)।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বদরুদ্দিন বলেন, ‘ওরা সামিকে এড়িয়ে যাচ্ছে এটা পরিষ্কার। এর বাইরে আর কোনও কারণ হতে পারে না। ও আনফিট না, যখন একজন প্লেয়ার টেস্ট খেলে দুই ম্যাচে ১৫ উইকেট নেয় তখন সে আনফিট হয় না। নির্বাচকরা ওকে এড়িয়ে চলছেন। কেন এটা করছে সেটা নির্বাচকরাই বলতে পারবেন।’

আরও পড়ুন: Supreme Court: নিজের উপর দায় নেবেন না : এয়ার ইন্ডিয়া পাইলটের বাবাকে সুপ্রিম কোর্টের বার্তা
বদরুদ্দিন জানান, সামিকে না খেলানোর ব্যাপারে অজিত আগরকরের প্যানেল আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন । ৩৫ বছর বয়সি সামি প্রথমে ভারতের A দলের বিরুদ্ধে সিরিজে সুযোগ পাননি, এরপর টেস্ট সিরিজেও সুযোগ পেলেন না। বদরুদ্দিন বলেন, ‘নির্বাচকরা ঠিক করে ফেলেছেন সামিকে আর দলে নেবেন না। আমার মতে, এটা ভুল। টেস্ট দল তৈরি করা উচিত রঞ্জিতে পারফরম্যান্স দেখে। টি-টোয়েন্টি দেখে টেস্ট দল বাছা উচিত না। ফিটনেস এবং পারফরম্যান্স নিয়ে যা বলা হচ্ছে সেগুলো অজুহাত। সামিকে নিয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে (Mohammad Shami)।’


