Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপ জেতার পরেও ভারতের হাতে ট্রফি না দিয়ে সেটা রেখে দিয়েছেন নিজের কাছে। এবার পাকিস্তানের হেড কোচকে ছাঁটাই করছেন নকভি (PCB)।
আবারও চর্চায় বিতর্কিত নকভি (PCB)
পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছেন পাকিস্তানের মহিলা দলের কোচ মহম্মদ ওয়াসিমের সঙ্গে চুক্তি নবীকরণ আর করবেন না। মেয়েদের কটি আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স শোচনীয়। ওয়াসিমের পারফরম্যান্স নিয়ে একদমই খুশি নন নকভি (PCB)।
গ্রুপ পর্বে পাকিস্তান মোট সাতটি ম্যাচে হেরেছে। প্রথম দল হিসেবে পাকিস্তান ছিটকে যায় বিশ্বকাপ থেকে। পয়েন্ট টেবিলে সাত নম্বর দল শেষ করেছে পাকিস্তান। পয়েন্ট টেবিলে একেবারে শেষে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের তিনটি ম্যাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির জন্য। যার মধ্যে রয়েছে ১৫ অক্টোবর ইংল্যান্ডের ম্যাচ। সমালোচনা হয়েছে ওয়াসিমের পারফরম্যান্স নিয়ে। পাকিস্তানের কোনও লড়াই চোখে পড়েনি। গত বছর ওয়াসিমকে নিযুক্ত করা হয় কোচ হিসেবে। তারপরে কোনও উন্নতি চোখে পড়েনি পাকিস্তান দলের। সেই কারণে ওয়াসিমের সাথে আর চুক্তি নবীকরণ করা হচ্ছে না।
অন্যদিকে মহসিন নকভি এশিয়া কাপ ফাইনালের পর থেকেই চারদিকে নিন্দিত হচ্ছেন। এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। কিন্তু তারপরেও ভারতের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি। ট্রফি জেতার পরেও নকভি ও তার লোকজন ট্রফি ও মেডেল নিয়ে চলে যায়। যা নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন সূর্যকুমার যাদব। তিনি জানান এমন ঘটনা দেখে তিনিও অবাক।

আরও পড়ুন: Mohammad Shami: তবে কি এবার দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাক পেতে চলেছেন সামি?
নকভির হাত থেকে ভারত ট্রফি নিতে অস্বীকার করায়ই তিনি এমন কান্ড ঘটিয়েছেন। তিনি এখনও তার সিদ্ধান্তেই অনড় রয়েছেন। এই বিতর্ক কবে এবং কীভাবে মিটবে তা কেউ জানেন না। তবে ভারতীয় বোর্ডের কড়া চিঠির উত্তরে এশিয়া কাপ জয়ের জন্য ভারতকে অভিনন্দন জানাতে বাধ্য হন পাক মন্ত্রী। তবে তিনি বুঝতে পারছেন যে তার উপর চাপ ক্রমাগত বেড়ে চলেছে। এই বিতর্কে ভারতের পাশে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। তবে কি এবার নকভি ফেরত দেবেন ভারতের প্রাপ্য ট্রফি? নকভি নানা শর্ত চাপিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। জানা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড পরবর্তী এসিসি-র পরবর্তী সভায় এই নিয়ে নকভির বিরুদ্ধে অভিযোগও জানাবে (PCB)।


