Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বাংলা সহ দেশের ১২টি রাজ্যে SIR-এর নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তিনদিন কাটতে না কাটতেই এবার রাজ্যে ‘স্যার’ নিয়েও জল গড়াল আদালতে। শুক্রবার এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এসআইআর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। মামলার দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
পশ্চিমবঙ্গে SIR করার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন
মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর করার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০০২ এর ভোটার তালিকা সম্পূর্ণ প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। কেন এসআইআর করা হচ্ছে? SIR করার প্রয়োজন কী? বিস্তারিত ভাবে তা আদালতে জানাতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। বিশেষ নিবিড় সমীক্ষার জন্য সময়সীমা বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে প্রয়োজনে আদালতের নজরদারিতে রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিও শুক্রবার আদালতে জানিয়েছেন মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:WB SIR: SIR নিয়ে বিভ্রান্তি! চালু হেল্পলাইন
প্রসঙ্গত, ২০০২ সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল। সেই মোতাবেক এবারের এসআইআরে ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। যাঁদের নাম সেই বছরের তালিকায় রয়েছে, তাঁদের আর কোনও অতিরিক্ত নথি দেখাতে হবে না বলে জানানো হয়েছে। তা সত্ত্বেও আমজনতার মনে ভয় যদি নাম বাদ যায়, কী হবে?
আরও পড়ুন:Birbhum : এক ঘরে ‘মমতা’ ও ‘মোদি’! বঙ্গে ভোটের আগে বিড়ম্বনায় দুবরাজপুরের ভাইবোন


