Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জিতেশ শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ‘এ’ দল রাইজিং স্টার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩২ বলে শতরান করলেন বৈভব সূর্যবংশী। এর আগে আইপিএলে ৩৮ বলে শতরান করেছিলেন তিনি (Vaibhav Sooryavanshi)।
৩২ বলে সেঞ্চুরি বৈভবের (Vaibhav Sooryavanshi)
একদিকে যেমন টেস্টে বুমরা নিজের বিধ্বংসী মেজাজে দক্ষিণ আফ্রিকাকে কুপোকাত করে ফেলেছে প্রথম দিনেই। তেমনই অন্যদিকে চর্চায় উঠে এল ভারতের আরেক তারকা। যাঁর ব্যাটিং প্রতিভা বারবার বিস্মিত করেছে সবাইকে। আইপিএল-এও সবার নজর কেড়েছে তাঁর ব্যাটিং। মাত্র ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতরান হাঁকিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। এবার ৩২ বলে সেঞ্চুরি করে চর্চায় এই টিনএজার (Vaibhav Sooryavanshi)।
বৈভব ত্রিদেশীয় অনূর্ধ্ব ১৯ দলের বদলে কাতারে আয়োজিত রাইজিং স্টার এশিয়া কাপে ভারতীয় ‘এ’ দলে খেলার সুযোগ পেয়েছে। জিতেশ শর্মার নেতৃত্বাধীন সেই ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নেমেছে। ম্যাচে টস জিতে অধিনায়ক জিতেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রিয়াংশ আর্যর সঙ্গে ওপেনিংয়ে নামে এই তরুণ ব্যাটসম্যান। প্রিয়াংশ রান পাননি। মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন। তবে বৈভব সুযোগ হাতছাড়া করেনি। সে যে ব্যাটিংটা করল, তাতে ফের একবার সকলেই বিস্মিত (Vaibhav Sooryavanshi)।

আরও পড়ুন: Kamini Kaushal: কান-জয়ী অভিনেত্রীর প্রয়াণ! কেন আজও ভোলেনি বলিউড?
স্বভাবচিত বিধ্বংসী ভঙ্গিমাতেই ব্যাটিং করে বৈভব। তাঁর ব্যাট থেকে চার, ছক্কা ফুলঝুরি দেখল দোহা। মাত্র ১৭ বলে অর্ধশতরান হাঁকাল সে। তারপরেও তার ব্যাটিং বিক্রম থামেনি। আইপিএলে ৩৮ বলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিল সে, এদিন তার শতরান এল মাত্র ৩২ বলে। কার্যত মেশিনের মতো একের পর এক বল বাউন্ডরি লাইনের বাইরে পাঠাচ্ছিল বৈভব। নিজের আগ্রাসী ব্যাটিং থামানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না।
মহম্মদ ফরজউদ্দিনের বলে ইনিংসের ১৩ ওভারের দ্বিতীয় বলে লম্বা ছক্কা হাঁকায় বৈভব। এক অভূতপূর্ব ১৫০ রানের পথে অগ্রসর হচ্ছিল সে। তবে ছক্কা মারার ঠিক পরের বলেই দুর্ভাগ্যবশত আবারও একটি বড় শট মারতে গিয়ে আউট ১৪৪ রানে আউট হতে হয় তাকে। বৈভবের ১৪৪ রানের ইনিংস আসে মাত্র ৪২ বলে। এই ৪২ বলের মধ্যে সে ১১টি চার এবং ১৫টিতে ছক্কা হাঁকায়। অর্থাৎ ৪২ বলের মধ্যে বৈভব ২৬টি বলই পাঠায় বাউন্ডারির বাইরে। এইদিন দোহা দেখল বৈভব ঝড় (Vaibhav Sooryavanshi)।


