Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছে ৩২১১ দিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে রেকর্ডবুকে কেএল রাহুল (KL Rahul)।
অবশেষে অপেক্ষার অবসান (KL Rahul)
এশিয়া কাপে ভারতীয় ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছিলেন অভিষেক শর্মা। তবে তিন ধরণের ক্রিকেটেই ভারতের অন্যতম ভরসার নাম কেএল রাহুল। টেস্ট ম্যাচে তাকে বারবারই দেখা গেছে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে। যেকোনো পজিশনে নেমেই তিনি রান করেছেন। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেও তিনি করলেন শতরান। ইংল্যান্ড সফরেও তাকে দেখা গিয়েছিল দুর্দান্ত ফর্মে এবার সেই ছন্দই দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে। প্রথম দিনের অর্ধশতরানকে দ্বিতীয় দিনে সেটাকে দক্ষভাবে সেঞ্চুরিতে রূপান্তরিত করে দেখালেন। তিনি। তার কেরিয়ারের ১১তম সেঞ্চুরি এটা। এই সেঞ্চুরি তার কাছে স্পেশাল হয়ে থাকবে কারণ ঘরের মাঠে টেস্টে সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছে ৩২১১ দিন (KL Rahul)।
রাহুল সেঞ্চুরি করেন ১৯২ বলে। তবে ১০০ রানের পর আউট হয়ে যান রাহুল। রাহুল ১৯৭ বল খেলে করেন ১০০ রান। তার এই ইনিংস সাজানো ছিল ১২টা চার দিয়ে। তিনি শেষ সেঞ্চুরি পান ২০১৬ সালে ডিসেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই লম্বা অপেক্ষার অবসন তাই তার কাছে স্পেশাল হয়ে থাকবে। চতুর্থ ভারতীয় প্লেয়ার হিসেবে ঘরের মাঠে দুই সেঞ্চুরির জন্য এত লম্বা সময় অপেক্ষা করতে হলো। সর্বোচ্চ অপেক্ষা রয়েছে অশ্বিনের।

আরও পড়ুন: Pok Protest : পাক অধিকৃত কাশ্মীরে টানটান অশান্তি, চতুর্থ দিনেও অব্যাহত অচলাবস্থা
কেএল রাহুলের জন্য এই বছরটা অন্যতম সেরা হয়ে থাকবে তার টেস্ট কেরিয়ারে। এখনও পর্যন্ত সাতটা ম্যাচে ১৩টা ইনিংস খেলে করেছেন ৬৪৯ রান। তার গড় ৫৪.০৮। তিনটে শতরান ও দুটো অর্ধশতরান করেছেন তিনি। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ১৩৭। ইংল্যান্ডের বিরুদ্ধেও রাহুলকে দেখা গিয়েছিল সেরা ছন্দে। সেখানে পাঁচ ম্যাচের সিরিজে তিনি মোট ১০টা ইনিংস খেলে ৫৩২ রান করেন। যার ফলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক হন রাহুল। ২০১৭ সালেও তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। সেই বছর ১৪টা ইনিংস খেলে করেছিলেন ৬৩৩ রান, গড় ছিল ৪৮.৬৯।
রাহুলের পাশাপাশি ভাল ছন্দে দেখা যাচ্ছে ধ্রুব জুরেলকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মুহূর্তে ভারত রয়েছে চালকের আসনে। ভারতের স্কোর এখন ৪ উইকেট হারিয়ে ৩৬১ রান (KL Rahul)।


