Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাগর ধনখড় হত্যা মামলায় অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের জামিন বাতিল করলো সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Sushil Kumar)।
জামিন বাতিল সুশীল কুমারের (Sushil Kumar)
একসময়ের তারকা কুস্তিগীর সুশীল কুমার ছিলেন ভারতে কুস্তির প্রধান মুখ। তিঁনি ভারতের হয়ে এনেছেন একাধিক পদক। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৮ বেজিং অলিম্পিক, যেখানে তিঁনি ব্রোঞ্জ যেতেন। এরপর ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো যেতেন ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার। ভারতীয়দের মধ্যে অলিম্পিক্সে দু’বার পদক জয়ী ক্রীড়াবিদদের বিরল তালিকায় রয়েছেন কুস্তিগীর সুশীল কুমার। দেশ বিদেশে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিয়েছেন পদক (Sushil Kumar)।
২০২১ সালে জুনিয়র কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনখড়কে হত্যার অভিযোগ উঠেছিল অলিম্পিকে পদকজয়ীর বিরুদ্ধে। তিন বছরের ট্রায়ালে থাকার পর ৪ মার্চ দিল্লি হাইকোর্ট সুশীলকে জামিনে মুক্তি দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট সেই জামিন বাতিল করেছে। এক সপ্তাহের মধ্যে সুশীল কুমারকে আত্মসমর্পণ করতে হবে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে (Sushil Kumar)।

আরও পড়ুন: ChatGPT 5: চ্যাটজিপিটি-৫ ঘিরে অভিযোগের ঝড়, সমস্যা মেটালো ওপেনএআই!
অভিযোগ সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে ২০২১-এর ৪ মে দিল্লির ছত্রশল স্টেডিয়ামের পার্কিং-এ সাগরের উপর চড়াও হয় সুশীল কুমার। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ভারী কিছুর আঘাতে মৃত্যু হয় সাগরের। তরুণ কুস্তিগীর সাগরের সাথে আহত হন সাগরের দুই বন্ধু।
একসময় কুস্তির প্রধান মুখ ছিলেন সুশীল কুমার তারপর এই খুনের মামলায় তিন বছর জেলে থাকার পর একমাস আগে সে ফেরে তার নিজের জীবনে। যোগ দেন তাঁর চাকরিতে। কিন্তু এখন সেই জামিন খারিজ হওয়াতে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। সুশীল কুমার তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সম্ভাবনা ছিলই। এখন বড়সড় সমস্যার সম্মুখীন সুশীল কুমার। তারকা কুস্তিগীরের এই ঘটনায় গোটা দেশ চমকে উঠেছিল। ভবিষ্যতে এই মামলা কোন দিকে যায় এবং সুশীল কুমারের ভাগ্যে কী আছে সেটা সময়ই বলবে (Sushil Kumar)।


