Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন (Kuldeep Yadav) গার্ডেন্সে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় দলে যেন ছোটখাটো অস্বস্তির ঢেউ। দলের অন্যতম নির্ভরযোগ্য বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব ব্যক্তিগত কারণে নভেম্বরের শেষ দিক থেকে ছুটি চেয়েছেন। তাঁর এই সরাসরি আবেদন গিয়েছে বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কাছে, যদিও এখনও পর্যন্ত সেই ছুটি অনুমোদন করা হয়নি।

বিয়ের পিঁড়িতে বসতে চান কুলদীপ (Kuldeep Yadav)
কারণটি অবশ্য অত্যন্ত ব্যক্তিগত-কুলদীপের (Kuldeep Yadav) বিয়ে। বহুদিন ধরেই পরিকল্পনা হচ্ছিল তাঁর বিবাহের অনুষ্ঠান, কিন্তু গত আইপিএলে সময়সূচির পরিবর্তন হওয়ায় সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। আইপিএলের শেষ ভাগ দীর্ঘায়িত হওয়ায় বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ থাকা সত্ত্বেও অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছিলেন তিনি। এবার আর সময় নষ্ট করতে চান না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিয়ের পিঁড়িতে বসতে চান কুলদীপ। তাই সিরিজ চলাকালীনই কয়েক দিনের ছুটি প্রয়োজন তাঁর।

বোর্ড সূত্রে খবর (Kuldeep Yadav)
বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দলের প্রয়োজন, স্কোয়াডের (Kuldeep Yadav) ভারসাম্য, এবং সাদা বলের সিরিজের পরিকল্পনা দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “নভেম্বরের শেষ সপ্তাহে কুলদীপ ছুটি চেয়েছে, তবে কখন থেকে ছুটি দেওয়া হবে, সেটা দলের ব্রেন ট্রাস্ট ঠিক করবে।”

আরেকটি সুযোগ
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজে একটিও টেস্ট খেলেননি তিনি। গত দুই সিরিজে সাদা বলের দলে নিয়মিত সুযোগ না পেলেও গৌতম গম্ভীরের অধীনে তাঁকে তখন মূলত সীমিত ওভারের ক্রিকেটেই ব্যবহার করা হয়েছিল। প্রায় এক বছরের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ অক্টোবর মাসে টেস্ট ক্রিকেটে ফিরে আসেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাঁকে দলে রাখা হয়েছে-অর্থাৎ টিম ম্যানেজমেন্ট তাকে আরেকটি সুযোগ দিয়েছে।

এই পরিস্থিতিতে ছুটির আবেদন কিছুটা হলেও জটিলতা তৈরি করছে। একদিকে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আর পিছিয়ে দিতে চান না কুলদীপ, অন্যদিকে দলের ব্যস্ত সূচিতে তাঁর অনুপস্থিতি বড় প্রভাব ফেলতে পারে। ফলে গম্ভীর ও নির্বাচকরা এখন ভারসাম্য রেখেই সিদ্ধান্ত নিতে চাইছেন।


