Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সবগুলো ম্যাচই এখন রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
সূচি বদল করল পাক ক্রিকেট বোর্ড (PCB)
পাকিস্তানে ঘটে যাওয়া বিস্ফোরণের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ের মধ্যে চলতি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এখন অনিশ্চয়তার মুখে। পাকিস্তানে হওয়া এই হামলার প্রভাব পড়েছে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর। তাদের দলের প্লেয়াররা আতঙ্কিত হয়ে পড়েছেন ও বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত বদলাতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজ দলের ক্রিকেটারদের রীতিমত হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু এরপরেও সূচি বিপর্যস্ত হয়ে পড়ে। এই অবস্থায় ব্যাকফুটে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয় (PCB)।
পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি প্রকাশ করেছে PCB। সবগুলো ম্যাচই এখন রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এই আত্মঘাতী বোমা হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় পুরো টুর্নামেন্ট একই শহরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাক ক্রিকেট পক্ষ থেকে (PCB)।
ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ১৮ নভেম্বর, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবোয়ে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে, শীর্ষ দুই দল উঠবে ২৯ নভেম্বরের ফাইনালে।

আরও পড়ুন: Shane Watson: কলকাতায় অভিষেকের ডেপুটি অজি প্রাক্তন
প্রসঙ্গত, পাকিস্তানের হামলায় ১২ জন নিহত হওয়ার পর শ্রীলঙ্কার কিছু খেলোয়াড় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের দলকে পাকিস্তানেই থাকার নির্দেশ দেয়। পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি শ্রীলঙ্কার হাইকমিশনার ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সফরকারী দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। নকভি নিজে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং সফর চালিয়ে যাওয়ার জন্য শ্রীলঙ্কা বোর্ডকে ধন্যবাদ জানান। তিনি নিজের এক্স-এ লেখেন, ‘খেলোয়াড়সুলভ মনোভাব ও সংহতির আলো উজ্জ্বল হয়ে উঠেছে।’ কিন্তু এতকিছুর পরেও নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন থেকেই যাচ্ছে (PCB)।


