Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের নির্বাচনী ফল প্রকাশের পর বঙ্গ বিজেপির তরফে উঠে আসে ‘বাংলা দখল’-এর হুঁশিয়ারি (All India Trinamool Congress)। আর সেই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে সরাসরি পাল্টা সুর তুলেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এক নতুন ক্যাম্পেন ভিডিও, যার উদ্দেশ্য শাসকদলের দাবি অনুযায়ী ভয় দেখানো নয়, বরং মানুষকে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করা।

এক অস্বস্তিকর ভবিষ্যতের ছবি (All India Trinamool Congress)
শুক্রবার প্রকাশিত ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওটি শুরু হয় এক ধূসর, দমবন্ধ পরিবেশের দৃশ্য দিয়ে। ভিডিওর ভাষ্যে উঠে আসে এমন এক ভবিষ্যৎ যেখানে সাধারণ মানুষের জীবন দখল করে নিয়েছে ‘গুন্ডা বাহিনী’। ভিডিওতে দেখানো হয়, কারও সঙ্গে প্রেমে পড়তে চাইলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলেও নজরদারি, নিজের বোনকে নিয়ে রাস্তায় হাঁটলেই প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, ফোনে কান পাতা, ব্যক্তিগত কথোপকথন রেকর্ড হওয়া, সোশ্যাল মিডিয়ায় অদৃশ্য নজরদারি, প্রতিটি পোস্টের উপর নজর, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েসে একজনকে বলতে শোনা যায় “বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন!” অন্যজন বলেন, “জানতাম না, একবার ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাব।”

‘ভয় দেখানো নয়, সতর্কবার্তা’ (All India Trinamool Congress)
তৃণমূল কংগ্রেসের মতে, ভিডিওটি কোনও হুমকি বা আতঙ্ক ছড়ানোর জন্য বানানো হয়নি। বরং বোঝানো হয়েছে ভুল সিদ্ধান্ত নিলে রাজ্যের নাগরিক অধিকার, ব্যক্তিস্বাধীনতা এবং সামাজিক পরিবেশ কেমন পরিস্থিতির মুখে পড়তে পারে। দলীয় কর্মীদের দাবি, বিহারের ফলাফল ঘোষণার পর বিজেপির ‘বাংলা দখল’-এর মন্তব্য আসলে গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত। সেই প্রেক্ষিতেই মানুষের সামনে এক সম্ভাব্য বাস্তবতার চিত্র তুলে ধরতে বাধ্য হয়েছে ঘাসফুল শিবির।
আরও পড়ুন: Kuldeep Yadav: বিয়ের জন্য চাই ছুটি, গম্ভীরের কাছে কাতর আবেদন কুলদীপের!
রাজনৈতিক মহলে আলোড়ন
তৃণমূলের এই ভিডিও প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিজেপির তরফে এর তীব্র প্রতিবাদ জানানো হতে পারে বলেই অনুমান, আর তৃণমূলের মতে এটি কেবলমাত্র মানুষের কাছে ‘এলার্ম সিগন্যাল’।



